Wellcome to National Portal
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ১st অক্টোবর ২০২৪

একাডেমিক কাউন্সিল


    একাডেমিক কাউন্সিল চাঁদপুর মেডিকেল কলেজের সর্বোচ্চ কমিটি হিসাবে বিবেচিত হইবে। কলেজের সকল কমিটি এই কাউন্সিলের আওতায় কার্য সম্পাদন করিবে এবং কাউন্সিলের নিকট দায়বদ্ধ থাকিবে। কাউন্সিলের সিদ্ধান্ত আওতাধীন প্রতিতি ব্যক্তি এবং কমিটির জন্য পালনীয় বলিয়া গণ্য হইবে। অন্য কোনরূপ ব্যতিক্রম না থাকিলে অধ্যক্ষ মহোদয় একাডেমিক কাউন্সিলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করিবেন। অধ্যক্ষ মহোদয় একাডেমিক কাউন্সিলের সভায় আবশ্যিকভাবে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করিবেন এবং তিনি অনুপস্থিত থাকিলে সভা বাতিল করিতে হইবে।

 

গঠন:


অধ্যক্ষ চাঁদপুর মেডিকেল কলেজে পদাধিকার বলে কাউন্সিলের সভাপতি হইবেন। তাহার নির্দেশনায় কাউন্সিলের কার্যক্রম পরিচালিত হইবে। কাউন্সিলের গঠন নিম্নরূপ হইবে।

 

  • অধ্যক্ষ - পদাধিকার বলে সভাপতি।
  • উপাধ্যক্ষ - পদাধিকার বলে সদস্য।
  • পরিচালক, চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল - পদাধিকার বলে সদস্য।
  • কর্মরত সকল অধ্যাপক - সদস্য।
  • কর্মরত সকল সহযোগী অধ্যাপক - সদস্য।
  • কর্মরত সকল সহকারি অধ্যাপক - সদস্য।
  • কর্মরত সকল প্রভাষক - সদস্য

কাউন্সিলের সভা:

 

  • সাধারণভাবে ত্রৈমাসিক ভিত্তিতে কাউন্সিলের সভা অনুষ্ঠিত হইবে।
  • কাউন্সিলের সভা অনুষ্ঠিত হইবার কমপক্ষে ৩ কর্মদিবস পূর্বে সকল সদস্যের কাছে নোটিশ প্রদান করিতে হইবে।
  • জরুরী প্রয়োজনে স্বল্প সময়ের নোটিশে কাউন্সিলের সভা অনুষ্ঠিত হইবে।
  • অধ্যক্ষ মহোদয় কাউন্সিলের সভা আহবান এবং সভাপতিত্ব করিবেন।
  • কাউন্সিলের সভার সকল কার্যক্রম লিপিবদ্ধ করিতে হইবে।
  • অধ্যক্ষ মহোদয় কাউন্সিলের সভার কার্যবিবরনীতে স্বাক্ষর করিবেন।

একাডেমিক কাউন্সিলের দায়িত্ব:

 

  • প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম সুষ্ঠু ও মানসম্মতভাবে পরিচালনা নিশ্চিত করতে সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ।
  • প্রতিষ্ঠানের অধীনে সকল স্থাপনায় নিয়মবিধি ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করণে পদক্ষেপ গ্রহণ।
  • শিক্ষক ও ছাত্রদের প্রশিক্ষণ যথাযথভাবে সম্পূর্ণ করণের প্রদক্ষেপ গ্রহণ।
  • নিয়মিতভাবে টিচিং মেথডোলজি, এ্যাসেসমেন্ট, রিসার্চ মেথডোলজি প্রশিক্ষণ ও মূল্যায়ন নজরদারী করা এবং সিএমই কার্যক্রম পরিচালনা।
  • প্রতিষ্ঠানের আওতায় মানসম্পন্ন গবেষণা কার্যক্রম পরিচালনার ব্যবস্থাপনা করা।
  • প্রতিষ্ঠানের আওতায় মানসম্পন্ন জার্নাল ও ইয়ারবুক প্রকাশনার ব্যবস্থা করা এবং জার্নাল কমিটির কার্যক্রম পরিচালনা করা।
  • কারিকুলাম/সিলেবাস অনুযায়ী একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন বাস্তাবায়নের উদ্যোগ গ্রহণ।
  • একাডেমিক কো-অর্ডিনেশন কমিটি উত্থাপিত রিপোর্ট সুপরিশ ও প্রস্তাবনাসমূহ বিবেচনা ও অনুমোদন করা।
  • কোয়ালিটি এ্যাসুরেন্স স্কীমের অধীনে বাস্তবায়ন নির্দেশিত কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা।
  • বিশেষ ক্ষেত্রে ছাত্র-ইন্টার্নী-শিক্ষক-কর্মচারীদের সংশ্লিষ্ট বিষয়, অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক সুপারিশ বাস্তবায়ন, সুপারিশ প্রণয়ন করা।
  • প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও সম্পদের নিরাপত্তা, জন নিরাপত্তা বিবেচনায় তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ বা সুপারিশ প্রণয়ন করা।
  • এক্সট্রা কারিকুলাম কার্যক্রম উৎসাহিত করণের বাস্তব ভিত্তিক পদক্ষেপ গ্রহণ।
  • প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনার জন্য প্রয়োজনীয় কমিটি/সাব-কমিটি গঠন ও তাহার কার্যপরিধি নির্ধারণ।