Wellcome to National Portal
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ জুলাই ২০২৪

ভর্তি প্রক্রিয়া

https://www.bmdc.org.bd/upl/doc/news/5eq2Bv7MdKgk.pdf

 

ভর্তি পরীক্ষার জন্য যোগ্যতার মানদণ্ডঃ

১। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে

২। এসএসসি/সমমান এবং এএইচসি/সমমান (পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা সহ) পাস করা ছাত্রছাত্রীরা 

৩। এসএসসি এবং এইচএসসিতে মোট জিপিএ ৯.০ (প্রতিটি পরীক্ষায় ৩.৫ এর কম নয়)

৪। পার্বত্য জেলা এবং উপজাতীয় প্রার্থীদের জন্য-এসএসসি এবং এইচএসসিতে ৮.০ (প্রতিটি পরীক্ষায় ৩ এর কম নয়)

৫। এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩.৫ থাকতে হবে

৬। ভর্তি পরীক্ষার নম্বরঃ মোট নম্বর ৩০০, লিখিত পরীক্ষা (এমসিকিউ) ১০০ (পদার্থ বিজ্ঞান ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ ১০), ২০০ নম্বর এসএসসি এবং এএইচসি পরীক্ষার ফলাফলের উপর (এসএসসি এর জিপিএর ১৫ গুণ এবং এইচএসসি এর জিপিএর ২৫ গুণ)

৭। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে

৭। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবেন

৮। কেবল কৃতকার্য পরীক্ষাথীদের মেধা তালিকাসহ ফলাফল প্রকাশিত হবে।

 

নির্বাচন নীতিমালাঃ

১। মেধা কোটা ৮০% এবং জেলা কোটা ২০%

২। মেধা ও পছন্দের ভিত্তিতে একজন শিক্ষার্থী মেডিকেল কলেজ নির্ধারিত হবে

৩। ঢাকা বোর্ডের অধীনে এইচএসসি পাস করা শিক্ষার্থীরা যেকোনো সরকারী মেডিকেল কলেজ এর মাধ্যমে আবেদন করতে পারবে। 

৪। ঢাকা ছাড়া অন্য বোর্ডের অধীনে এইচএসসি পাস করা শিক্ষার্থীরা ঢাকা শহরের সরকারি মেডিকেল কলেজ এর মাধ্যমে আবেদন করতে পারবে না। 

৫। মিথ্যা তথ্য সম্বলিত অথবা অসম্পূর্ণ আবেদন (যখনই সনাক্ত করা যাবে) বাতিল করা হবে।

 

ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র

ভর্তি পরীক্ষায় নির্বাচনের পরে, নির্বাচিত প্রার্থীদের ভর্তির জন্য নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন-

১। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র

২। ভর্তি পরীক্ষার ফলাফল

৩। এসএসসি বা সমমানের সার্টিফিকেট (মূল) 

৪। এসএসসি পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট

৫। এইচএসসি বা সমমানের সার্টিফিকেট (মূল) বা প্রশংসাপত্র (সত্যায়িত)

৬। এইচএসসি পরীক্ষারা মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট

৭। জেলা কোটার জন্য সিটি কর্পোরেশন/পৌরসভা মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রশংসাপত্রের ফটোকপি (সত্যায়িত)

৮। পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি (সত্যায়িত)

৯। পার্বত্য জেলার উপজাতী ও অ-উপজাতি প্রার্থী এবং অন্যান্য জেলার উপজাতীদের অবশ্যই প্রয়োজনীয় সহায়ক নথি জমা দিতে হবে।

১০। মুক্তিযোদ্ধার সন্তানদের অবশ্যই প্রয়োজনীয় সহায়ক নথি জমা দিতে হবে।

 

স্বাস্থ্য পরীক্ষা
ভর্তির পূর্বে মেডিকেল কলেজ এর মেডিকেল বোর্ড কর্তৃক প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।