Wellcome to National Portal
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ জুলাই ২০২৪

এক নজরে

প্রতিষ্ঠাকালঃ ২০১৮

প্রতিষ্ঠার পটভূমিঃ ২০১৮ সালের ১লা এপ্রিল চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত বিশাল জনসভায়, তৎকালীন চাঁদপুর সদর ও হাইমচর আসনের এমপি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি এর দাবীর পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চাঁদপুরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দেন।

এক নজরেঃ

  • ২০১৯ সালের ১০ জানুয়ারি ১ম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তৎকালীন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
  • ১ম ব্যাচ থেকে ৫ম ব্যাচ, প্রতিব্যাচে ছাত্র-ছাত্রী সংখ্যা ৫০ জন এবং ৬ষ্ঠ ব্যাচে ৭৫ জন।
  • বর্তমানে মোট শিক্ষক সংখ্যা ৫৮ জন।
  • চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডক্টরস কোয়ার্টারের অব্যবহৃত ইউনিটগুলো মেয়েদের হোস্টেল হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং বঙ্গবন্ধু রোডে ভবন ভাড়া নিয়ে ছেলেদের আবাসন ব্যবস্থা করা হয়েছে।
  • একাডেমিক ভবন ভাড়ার প্রক্রিয়াধিন রয়েছে।
  • চাঁদপুর মেডিকেল কলেজের ১৩৭০ কোটি টাকার জিডিপি একনেক-এ পাশ হয়েছে এবং পিডি ও ডিপিডি নিয়োগ প্রক্রিয়াধীন আছে।
  • চাঁদপুর মেডিকেল কলেজের ১ম ব্যাচের চ‚ড়ান্ত পেশাগত এমবিবিএস পরীক্ষা চলছে। ফলাফল প্রকাশিত হওয়ার পর এই মেডিকেল কলেজ থেকে পাশ করা ডাক্তারদের সহযোগিতায় চিকিৎসাসেবার আরো উন্নয়ন হবে।